১২ বছরের ভাগ্নিকে যৌন নির্যাতন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সাজা
২৫ এপ্রিল ২০১৯ ১৭:০৯
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মির্জা হুসেইন (৫৬) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূতকে ৩৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে বোনের বারো বছরের সন্তানকে (১২) যৌন নির্যাতন ও অবৈধ উপায়ে সেই ভাগ্নিকে বিয়ে করার চেষ্টার অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হয়। খবর বে নিউজ নাইন-এর।
কর্তৃপক্ষ জানায়, বোনসহ তার পরিবারের সদস্যদের ২০১০ সালে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন মির্জা হুসেইন। ফ্লোরিডায় তারা প্রায় নিভৃতেই জীবন-যাপন করতেন। স্থানীয়দের সঙ্গে খুব বেশি একটা মিশতেন না। মির্জা হুসেইন সেই শিশুকে জামা-কাপড় ও জুয়েলারি কিনে দিতেন। মোবাইল ফোনসহ বিভিন্ন উপহার দিয়ে প্রলুব্ধ করার চেষ্টা করতেন। মেয়েটিকে শারীরিক সম্পর্কে বাধ্য করতেন।
এসব অপকর্ম মানতে না পেরে মির্জা হুসেইনের স্ত্রী ও তার বোনের পরিবার ওই বাড়ি থেকে চলে যায়। তবু মির্জা হুসেইন নকল জন্ম পরিচয়পত্র তৈরিসহ নানাভাবে শিশুটিকে প্রতারিত করেন এবং বাবা-মায়ের কাছ থেকে শিশুটির ছিনতাই করার চেষ্টা করেন।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফর্সমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি বিষয়টি তদন্ত করে। অতঃপর ২০১৯ সালে ১১ জানুয়ারি মির্জা হুসেইনকে দোষীয় সাব্যস্ত করা হয়।
এই ঘটনায় বিচারকরা ভুক্তভোগী মেয়েটির পরিবারের সাহসিকতার প্রশংসা করেছেন এবং মির্জা হুসেইনকে ধিক্কার জানিয়েছেন।
সারাবাংলা/এনএইচ