Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব পেশাতেই নারীর ক্ষমতায়ন দৃশ্যমান: স্পিকার


২৫ এপ্রিল ২০১৯ ১৯:০২

ঢাকা: সব পেশাতেই নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান বলে দাবি করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এগিয়ে আসছে নারীরা।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ওমেনস ইকনোমিক এমপাওয়ারম্যান্ট ইন বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘ইউএনডিপি’ এবং ‘বাংলাদেশ ওমেন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ (বিডাব্লিউসিসিআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘পারিবারিকভাবে এখন নারীরা অর্থনীতির সঙ্গে যুক্ত। সুযোগ ও সক্ষমতা কাজে লাগিয়ে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রক্রিয়া সহজ হলে তারা জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারবে।’

স্পিকার বলেন, ‘অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য নারী শিক্ষার প্রসার ও প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। পরনির্ভরশীলতা কাটিয়ে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। সুদীর্ঘ পথ পরিক্রমায় নারীরা অন্তরায় কাটিয়ে ঘর থেকে বের হয়ে এসেছে। এখন প্রয়োজন নিরাপদ কর্মপরিবেশ।’

ড. শিরীন শারমিন বলেন, “নারী উদ্যোক্তারা উৎপাদিত পণ্য যাতে সহজে বাজারজাত করতে পারে সেই উদ্যোগ নিতে হবে। ‘জয়িতা’র মত প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে পণ্য বিপণনে নতুন মাত্রা যোগ হবে এবং নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে।’ এ সময় তিনি মাদরাসাছাত্রী নুসরাতের মতো আর যেন কেউ সহিংস ঘটনার শিকার না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়ে বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন নারী উদ্যোক্তা ফেরদৌসী সুলতানা বেগম এবং শারমিন ইসলাম। সংসদ সদস্য সেলিমা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, আয়েশা ফেরদৌস, ব্যাংক এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী, নারী উদ্যোক্তা রোকেয়া কবির এবং তাসলিমা সুলতানা খানম।

সারাবাংলা/এএইচএইচ/এমও

নারী নারীর ক্ষমতায়ন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর