শ্রীলংকায় সব ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা
২৫ এপ্রিল ২০১৯ ১৯:৩৮
নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শ্রীলংকায় সকল ক্যাথলিক গির্জা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শীর্ষ এক যাজক জানান, এসময় গির্জার সব ধরনের সেবা বন্ধ থাকবে। খবর এএফপির।
আইন-শৃঙ্খলা বাহিনীর পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। পরবর্তী ঘোষণার আগে, গির্জাগুলোতে কোনো গণ জমায়েত অনুষ্ঠিত হবে না।
আরও পড়ুন: শ্রীলংকায় আত্মঘাতী হামলার নেপথ্যে স্থানীয় বিত্তশালী পরিবার
এদিকে শ্রীলংকা সরকারের কর্মকর্তারাও জানিয়েছেন, আবারও হামলার আশঙ্কায় গির্জাগুলোতে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে।
এর আগে, ইস্টার সানডে’তে শ্রীলংকার বেশ কয়েকটি গির্জা ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় ৩৫৯ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অন্তত ৫০০ জন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায়িত্ব শিকার করেছে। এই ঘটনায় ৬০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।
সারাবাংলা/এনএইচ