Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মে থেকে অনলাইনে সেবা দেবে গৃহায়ন কর্তৃপক্ষ


২৫ এপ্রিল ২০১৯ ১৯:৫৬

ঢাকা: দুর্নীতি ও হয়রানিরোধে আগামী ১ মে থেকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সব সেবা অনলাইনে পাওয়া যাবে বলে জানিয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আর আগামীকাল থেকেই সেবা সহজীকরণ পদ্ধতিতে নতুন নিয়মেই চলবে সেবা প্রদান। আগে যে সেবা পেতে ৪২ দিন লাগতো এখন সেটি ১০ দিনেই মিলবে বলেও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ভবনের সম্মেলন কক্ষে সেবা সহজীকরণ বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

গণপূর্তমন্ত্রী বলেন, ‘সাধারণ জনগণ যাতে সহজে সেবা নিতে পারে সেজন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা সব ব্যবস্থা নেব। বর্তমানে হস্তান্তর অনুমতি সেবা পাওয়ার ক্ষেত্রে ৪২ দিন লেগে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে আরও বেশিও লাগছে। কিন্তু সেবা সহজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সময় কমানো হচ্ছে। আগামীকাল থেকে এ সেবা পাওয়া যাবে দশ দিনে। এভাবে আমরা ২৬টি সেবার সময় সহজীকরণ, দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।’

মন্ত্রী বলেন, ‘আমরা যখন দেখলাম রাজউকের অনুমোদিত একটি ভবন নির্মাণের সময় বিআইডব্লিউটি এর অনুমতিও লাগে। কিন্তু যে বিআইডব্লিউ থাকে নদীর পাড়ে সেটা কেনো গুলশানে বাড়ি বানাতে অনুমতি দেবে? আমি বলছি না এভাবে চলতে পারে না। একটা ভবন নির্মাণের পূর্বে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো ছাড়া বাকিগুলো বাদ দিতে হবে। পরে ১৬টি শর্তের ১২টি শর্তই বাদ দিলাম। আছে চারটি শর্ত। কিন্তু দেখলাম এ ৪টি শর্তও ভোগান্তি কমাবে না। তাই ১ মে থেকে টেবিলে টেবিলে ফাইল চালাচালি পদ্ধতি বাদ দিয়ে অনলাইনে শুরু হবে কার্যক্রম। আর ১ জুন থেকে রাজউকের কার্যক্রমও অনলাইনে শুরু হবে। এতে কেউ টাকা পয়সা নিয়ে হয়রানি করতে পারবে না। ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারবে।’

বিজ্ঞাপন

দুর্নীতিবাজ ও সিন্ডিকেট সদস্যদের হুঁশিয়ারি করে মন্ত্রী বলেন, ‘আমার গৃহায়ন ও রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা যে ফেরেশতা আমি তা বলবো না। এখানেও খারাপ লোক আছে। দুর্নীতি হচ্ছে। শক্তিশালী সিন্ডিকেট দল কাজ করছে বলেও খবর পাচ্ছি। তাদের উদ্দেশে বলতে চাই, ভালো হয়ে যান। তা না হলে এবার হয়তো আপনারা থাকবেন, নয়তো আমি থাকবো।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৃহায়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মো. আকতার হোসেন ও গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলামসহ প্রমুখ।

সারাবাংলা/এসএইচ/এমও

অনলাইন গৃহায়ণ ও গণপূর্ মন্ত্রী গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম গৃহায়ণ কর্তৃপক্ষ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর