Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুমা’র খুতবায় জঙ্গিবাদ বিরোধী বয়ানের আহ্বান প্রধানমন্ত্রীর


২৫ এপ্রিল ২০১৯ ২১:২০

ফাইল ছবি

আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) জুমা’র নামাজে দেশের সকল মসজিদে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বয়ানের জন্য ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া, মন্দির, গির্জা, পেগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  ইসলামিক ফাউন্ডেশনের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে গির্জা ও হোটেলে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীসহ নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এই বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ করা হয়েছে। শুক্রবার জুমা’র খুতবার আগে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল ও ভয়াবহতা তুলে ধরে এই বিশেষ বয়ান দেওয়া হবে।

একই কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জানান, বাংলাদেশের মতো শান্তিপূর্ণ দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের মতো ঘৃণ্য ষড়যন্ত্র সহ্য করা হবে না। তাই কোনো প্রকারেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তিনি।

সারাবাংলা/এইচএ/এনএইচ

ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্রার্থনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর