Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে ১৮৭টি স্থানে পণ্য বিক্রি করবে টিসিবি


২৫ এপ্রিল ২০১৯ ২১:৫২

ঢাকা: রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজধানী, বিভাগীয় শহরসহ মোট ১৮৭টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী জানান, টিসিবি ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে ঢাকা মহানগরীতে ৩৫টি, চট্টগ্রাম মহানগরীতে ১০টি, অবশিষ্ট ৬টি বিভাগীয় শহরের প্রতিটিতে ৫টি করে ৩০টি এবং ৫৬টি জেলা শহরের প্রতিটিতে দু’টি করে ১১২টি স্থানে এই পণ্য বিক্রয় করা হবে।

বিজ্ঞাপন

বিকালে সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক তাঁর পক্ষে প্রশ্নের জবাব দেন।

বাণিজ্যমন্ত্রীর পক্ষে আব্দুর রাজ্জাক আরও জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে প্রতিদিন ২টি করে মোট ১৪টি টিম ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণের কাজে নিয়োজিত। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট সারাদেশে ৩০০ এর বেশি বাজার পরিদর্শন করে অভিযান পরিচালনা করছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

টিসিবি বাণিজ্যমন্ত্রী রমজান রমজানের ভোগ্যপণ্য সংসদ অধিবেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর