Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া বিএনপি’র কার্যালয়ে তালা


২৬ এপ্রিল ২০১৯ ০৩:৪২

বগুড়া: বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে দলটির স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একটি গ্রুপের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ মেহেদী হাসান হিমু ও জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাসকে দল থেকে অব্যাহতি দেওয়ার খবরে তাদের কর্মী সমর্থকেরা এই বিক্ষোভ করে।

সূত্র জানায়, দলের জেলা কমিটি পুর্নগঠনসহ সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য কেন্দ্র থেকে বগুড়া জেলা বিএনপি নেতৃবৃন্দকে ঢাকায় ডাকা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলু জানান,বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার সময় হঠাৎ করে এক ছাত্রদল নেতার গ্রুপ বগুড়ার নেতাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এরপর বগুড়ার নেতৃবৃন্দ ঢাকা থেকে ফেরার পথে সন্ধ্যায় খবর পান স্বেচ্ছাসেবকদল ও জেলা বিএনপি’র দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ খবর জানতে পেরে অব্যাহতি পাওয়া নেতাদের অনুসারী নেতাকর্মী সমর্থকরা জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ এবং বগুড়ার শেরপুর-ধুনট এলাকার সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজকে অবাঞ্ছিত ঘোষণা করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তারা বিক্ষোভ করে।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

তবে অব্যাহতি পাওয়া জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র জানান, ঢাকায় বগুড়া জেলা বিএনপি ও উপদেষ্টা কমিটির প্রায় ৯০ জনেরও বেশি নেতা গিয়েছিলেন। সেখানে জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত উপস্থিত ছিলেন। আলোচনায় সংস্কারপন্থী নেতা গোলাম মোহাম্মাদ সিরাজ এক পেশে বক্তব্য রাখেন। এতে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ও দু’পক্ষের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে ছাত্রদলের এক নেতার নেতৃত্বাধীন গ্রুপ সেখানে প্রবেশ করে বগুড়ার নেতৃবৃন্দের সঙ্গে মারমুখী আচরণ করলে হৈ-চৈ ও ব্যাপক উত্তেজনাসহ ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেখানে কেন্দ্রীয় নেতা গয়েশ্বর রায় দু’পক্ষকে শান্ত করেন।

বিজ্ঞাপন

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দল ও জেলা বিএনপি’র অব্যাহতি পাওয়া নেতৃবৃন্দের পক্ষে বলা হয়েছে ঢাকায় দলীয় কার্যালয়ে অপ্রীতিকর ঘটনা ও তাদের এমন বহিষ্কারের পিছনে গোলাম মোহাম্মাদ সিরাজের ইন্ধন রয়েছে। একারণে বগুড়ায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।

সারাবাংলা/কেকে/এসবি

বগুড়া বগুড়া বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর