Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যা: রিমান্ড শেষে রুহুল আমিন কারাগারে


২৬ এপ্রিল ২০১৯ ০৫:১৩

ফেনী: ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামী সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে বৃহস্পতিবার (২৫ এপ্রিল)। এ মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামী শাহাদাত হোসেন শামীমকে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.জাকির হোসাইনের আদালত এই রিমান্ড মঞ্জুর করে।

এর আগে ১৪ এপ্রিল আদালতে নুসরাত হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিল শামীম।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই এর পরিদর্শক (ওসি) মো. শাহ আলম জানান, রুহুল আমিনকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। নুসরাত হত্যা মামলার আরও তথ্য উদঘাটন করতে  আরেক আসামী শাহাদাত হোসেন শামীমের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। এর আগেও সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিল।

মামলার বাদী অ্যাডভোকেট শাহজাহান সাজু জানান, নুসরাত হত্যা মামলায় মোট আটজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শামীমের সঙ্গে বাকি সাত জনের বক্তব্যে অসামঞ্জস্যতা পাওয়াতে তার পুনরায় রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এখন পর্যন্ত নুসরাত হত্যা মামলাতে আটজন আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এরা হলো, নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনি, জাবেদ হোসেন, আবদুর রহিম শরীফ, হাফেজ আবদুল কাদের ও জোবায়ের আহমেদ।

উল্লেখ্য, শাহাদাত হোসেন শামীম নুসরাত হত্যা মামলার ৩ নম্বর আসামী। ১২ এপ্রিল তাকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

নুসরাত হত্যা নুসরাত হত্যা মামলা নুসরাত হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর