নড়াইলে দুইটি প্রকল্পের উদ্বোধন মাশরাফির
২৬ এপ্রিল ২০১৯ ০৬:১৮
নড়াইল: জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত হোস্টেলের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়াও নড়াইল সদর উপজেলার নকসি বাজারে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকরেন তিনি।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিজ নির্বাচনী আসনে এই দুইটি প্রকল্পের উদ্বোধন করেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।
নড়াইলের সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের নবনির্মিত হোস্টেলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাশরাফি বিন মর্তুজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন, পানিউন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ তালুকদার, গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আনিসুর রহমান, এমএম বিল্ডার্স এর প্রতিনিধি এম এম রেজাউল আলম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ অন্যরা।
নব-নির্মিত এই হোস্টেলটি ১ কোটি ৯০ লক্ষ ৬৮ হাজার ২১২ টাকা ব্যয়ে ২ তলা বিশিষ্ট ভবনটি গণপূর্ত বিভাগ নির্মাণ করেছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।
একই দিন বিকেলে “প্রতিটি জেলা ও সদর উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন” শীর্ষক প্রকল্পের আওতায় নড়াইল সদর উপজেলার নকসি বাজারে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকরেন তিনি। মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা। এটি নির্মাণ করবেন ঠিকাদারি প্রতিষ্ঠান মুক্তা কনস্ট্রাকশন লিমিটেড, সিরাজগঞ্জ এর প্রতিনিধি মোঃ ওয়াহিদুজ্জামান ।
সারাবাংলা/এসবি