শিশু জায়ানের মৃত্যুতে ভুটানের প্রধানমন্ত্রীর শোক
২৬ এপ্রিল ২০১৯ ০৭:০৭
ঢাকা: শ্রীলংকায় বোমা হামলায় শিশু জায়ানের মৃত্যুতে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে শোক ও সমবেদনা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বলে জানানো হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। এ সময় ভুটানের প্রধানমন্ত্রী শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিকট আত্মীয় জায়ান চৌধুরী সহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেন এবং সমবেদনা জানান।
উল্লেখ্য, রোববার (২১ এপ্রিল) খ্রিষ্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে শ্রীলংকায় চারটি গির্জায় প্রার্থনারতদের ওপর বোমা হামলা চালানো হয়। পাশাপাশি বোমা হামলা চালানো হয় তিনটি অভিজাত হোটেল ও একটি বাড়িতে। ওই হামলাগুলোর একটিতেই প্রাণ হারায় শিশু জায়ান।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী রাজধানীর উত্তরার সানবিমস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সারাবাংলা/এসবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং শ্রীলংকায় বোমা হামলা