Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির বয়স ৩৫ করার দাবিতে দেশব্যাপি কর্মসূচি


২৭ জানুয়ারি ২০১৮ ১৩:৪৫

সিনিয়র করেসপন্ডেন্ট

সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ করার দাবিতে দেশের ৬৪টি জেলায় একযোগে মানবন্ধন এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার বেলা ১১টার দিকে ঢাকায় কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি শুরু হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তার বিপরীত পাশে হাজারখানেক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। এসময় মাথায় রঙিন ব্যাজ পরা শিক্ষার্থীরা ব্যানার ফেস্টুনে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি জানান।

আন্দোলনের উদ্যোক্তা ইমতিয়াজ হোসেন সারাবাংলাকে বলেন, সারাদেশের জেলা পর্যায়ে লাখ লাখ শিক্ষার্থী যারা ইতোমধ্যে পড়াশুনা শেষ করেছেন তারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আন্দোলনের পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি জানান, জেলা পর্যায়ে আজকের এ কর্মসূচি শেষে সবাই ঢাকার দিকে আসবে। মূলত আজ থেকেই আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করবো। সারাদেশে থেকে শিক্ষার্থীরা জড়ো হবার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্দোলনকারীরা জানান, চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বনিম্ম বয়স ৩৫ করার দাবিতে তারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন। বিভিন্ন সময় তাদের দাবি জাতীয় সংসদের আলোচনায়ও এসেছে। দাবির যৌক্তিকতা মেনে নিয়ে এর পক্ষে কথা বলেছেন দেশের রাষ্ট্রপতিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা। কিন্তু এখনো দাবি মানা হয়নি।

সারাবাংলা/এমএস/এনএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর