জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
২৬ এপ্রিল ২০১৯ ১৬:৩২
ঢাকা: জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে ব্রুনেই সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেন প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের শুরুতেই শ্রীলংকায় সিরিজ বোমা হামলায় নিহতদের স্মরণ করে আত্মার মাগফেরত কামনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘রোববার ব্রুনেই দারুস সালামের রাজধানী বন্দর সেরি বাগওয়ানের বিমানবন্দরে নামার পরপরই আমি এই মর্মান্তিক হামলার খবর পাই। তার কিছুক্ষণ পরে জায়ানের মৃত্যুর খবর আসে। আমি এই কাপুরোষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে জনমত সৃষ্টি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
ব্রুনেই সফর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে গত ২১ থেকে ২৩ এপ্রিল ব্রুনেই সফর করি। ব্রুনেই ১৯৮৪ সালে স্বাধীনতা লাভ করে। এর পরপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। ১৯৯৭ সালে আমার সরকারের উদ্যোগে ব্রুনেইয়ে বাংলাদেশের কূটনৈতিক মিশন পুনঃস্থাপনের পর থেকে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষত বিগত এক দশকে ব্রুনেইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দ্বিপাক্ষিক বৈঠকে দু’দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে উচ্চপর্যায়ে সফর বিনিময়, বিনিয়োগ, খাদ্য, কৃষি, মৎস্য, জ্বালানি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিমান যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতার সুর্নির্দিষ্ট প্রস্তাব পেশ করি। ব্রুনেইয়ের পক্ষ থেকে সুলতান আমার প্রস্তাবকে স্বাগত জানান এবং এগুলো বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।’
উল্লেখ্য, গত রোববার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ব্রুনেই যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এরপর মঙ্গলবার সন্ধ্যায় তিনদিনের সরকারি সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এনআর/এমও