Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারস্পরিক সহযোগিতায় এসএলএসডি ও বাইনারি বিশ্ববিদ্যালয়ের চুক্তি


২৬ এপ্রিল ২০১৯ ১৮:১৭

এসএলএসডি ও বাইনারি বিশ্ববিদ্যালয়ের চুক্তিতে প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা

শিক্ষা বিষয়ক সেমিনার, কর্পোরেট প্রশিক্ষণ ও পারস্পরিক তথ্য বিনিময়ের লক্ষ্যে সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি) এবং বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভিআইপি লাউঞ্জে এই সমঝোতা বিষয়ক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে এসএলএসডি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এবং বাইনারি ইউনিভার্সিটির পক্ষে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক যোশেফ আদাইকালাম।

এসএলএসডির প্রশিক্ষণ সমন্বয়ক মেহেদী হাসান ফাহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাইনারি গ্র্যাজুয়েট স্কুলের ডিন সহযোগী অধ্যাপক ড. আসিফ মাহবুব করিম, এসএলএসডি’র উপদেষ্টা ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের সিইও হাসান জাভেদ চৌধুরী। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসএলএসডি’র পরিচালক (সিএসআর) চৌধুরী শাহজাহান।

সারাবাংলা/এনএইচ

বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়া সমঝোতা চুক্তি সোসাইটি ফর লিডারশিপ স্কিলস ডেভেলপমেন্ট (এসএলএসডি)

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর