Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত বাস থেকে চবি ছাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ


২৬ এপ্রিল ২০১৯ ২১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাসের চালক ও সহকারীর বিরুদ্ধে। এই বিষয়ে নগরীর পাঁচলাইশ মডেল থানায় গত ২৪ এপ্রিল মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর এক বন্ধু।

চবি সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশিদ শাহরিয়ারের দায়ের করা মামলায় বলা হয়, গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) রাত ৯.৪৫ মিনিট সময়ে আমার বান্ধবী একই বর্ষের আফসানা ফেরদৌসের সঙ্গে ১০ নম্বর বাসে নগরীর জিইসি মোড় থেকে মুরাদপুর আসছিলাম। মুরাদপুর আসার পর আমি নেমে যাই। তবে আমার বান্ধবী নামার আগেই বাস ছেড়ে দেয়। কিছুদূর যাওয়ার পর আমার বান্ধবীকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।’

বিজ্ঞাপন

এতে আমার বান্ধবী আহত হয়। ঘটনার সঙ্গে বাসের হেলপার ও ড্রাইভার সরাসরি যুক্ত ছিল বলে অভিযোগ করেন তিনি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম ভুঁইয়া বলেন, ‘অভিযোগ পেয়েছি। আমরা বাসটি শনাক্তের চেষ্টা করছি। তবে মেয়েটা ওই বাসের নম্বর জানে না। বাস শনাক্ত হলে ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

মামলার বিষয়ে রাশিদ শাহরিয়ার সারাবাংলাকে বলেন, ‘আমাদের নেমে যাওয়ার জন্য বাস থামায়নি। একটু ধীর গতিতে চলছিল। আমি বাস থেকে নামলেও আমার বান্ধবী ভয়ে নামতে পারেনি। সে বাস থামাতে বললে চালক তার ওপর ক্ষেপে যায়। পরবর্তীতে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই ঘটনায় আফসানার হাত ও পায়ের বিভিন্ন অংশ ছিড়ে যায়। রক্ত পড়তে থাকে। পাশের একটি মেডিকেলে তাকে চিকিৎসা দেওয়া হয়। আমরা এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সারাবাংলা/এমও

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাস বাসচালক হেলপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর