ঢাকা: বাংলাদেশ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির (বিটিআরইউ) ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সুজন হালদার আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন সীমা শারমিন। শুক্রবার (২৬ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হয়। ২০১৩ সালে সংগঠনটির প্রতিষ্ঠা হলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ কমিটি করা হলো।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) কর্মরত সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নানাবিধ সুযোগ-সুবিধা ও অধিকার আদায় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এই কমিটির উদ্দেশ্য।
এর আগে, গত ২৩ এপ্রিল সর্বসম্মতিক্রমে সুজন হালদারকে কমিটির সভাপতির দায়িত্ব দেন সাধারণ সদস্যেরা। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্বও দেয়া হয় কমিটির সভাপতিকে। নবনির্বাচিত সভাপতি সুজন হালদার এবং সাধারণ সম্পাদক সীমা শারমিন দু’জনই দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করছেন।
সারাবাংলা/জেএইচ/এনএইচ