জামায়াতের সংস্কারপন্থীদের নতুন মঞ্চের ঘোষণা আজ
২৬ এপ্রিল ২০১৯ ২২:৫৯
ঢাকা: জামায়াতের সংস্কারপন্থীরা নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিতে যাচ্ছেন। শনিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় রাজধানীর হোটেল একাত্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ রাজনৈতিক মঞ্চের ঘোষণা দেবেন তারা। সেখানে কয়েকজন বিশিষ্ট নাগরিকের উপস্থিত থাকারও সম্ভবনা রয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন নতুন এই রাজনৈতিক মঞ্চের অন্যতম উদ্যোক্তা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।
সংশ্লিষ্ট সূত্রমতে, জামায়াতের ভেতরে সংস্কারের দাবি তুলে সম্প্রতি যারা দল থেকে পদত্যাগ করেছেন অথবা বহিষ্কার হয়েছেন, সেইসব সংস্কারপন্থী নেতা নতুন একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নিয়েছেন। গত কয়েক মাস ধরে এই ব্যাপারে ভেতরে কাজ করছিলেন তারা। সম্প্রতি একটি সভায় সংস্কারপন্থীরা সিদ্ধান্ত নেন নতুন একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর। সেই সিদ্ধান্তই বাস্তবায়ন হতে যাচ্ছে শনিবার।
আরও পড়ুন: জামায়াতের সংস্কারপন্থীদের নতুন মঞ্চ ২৭ এপ্রিল
জানা গেছে, নতুন এই প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য ঢাকা থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের সংস্কারপন্থী নেতা মুজিবুর রহমান মঞ্জু। আর দেশের বাইরে থেকে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের সাবেক সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
এই দুই জনের মধ্যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গত ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন। পদত্যাগের আগে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরমর্শ দেন তিনি। পাশাপাশি জামায়াতের রাজনীতিতে আমূল সংস্কারের প্রয়োজনীয়তা উল্লেখ করে দীর্ঘ অভিমত তুলে ধরেন লিখিত বিবৃতিতে। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের এই ‘মত’ প্রকাশ্যে সমর্থন করায় দল থেকে বহিষ্কার হন শিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় জামায়াত নেতা মুজিবুর রহমান মঞ্জু।
জামায়াত থেকে বহিষ্কার হওয়ার পর মুজিবুর রহমান মঞ্জু সংস্কারপন্থীদের সংগঠিত করে জামায়াতের বিকল্প একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করে আসছিলেন। এই চেষ্টার প্রাথমিক পর্যায়ে সম্প্রতি নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের স্মরণে গত ২৫ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক শোকসভা আয়োজন করেন তিনি। ওই শোকসভায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/এমএনএইচ