Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের সংস্কারপন্থীদের নতুন মঞ্চ ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’


২৭ এপ্রিল ২০১৯ ১২:২৭ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৯:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‘জন -আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিলেন জামায়াতের সংস্কারপন্থীরা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সেভেনটি ওয়ান-এ আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন এ রাজনৈতিক মঞ্চের ঘোষণা দেন।

রাজনৈতিক এই মঞ্চের সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মন্জু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।

নতুন এই উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, মাওলানা আব্দুল কাদের, মো. নাজমুল হুদা, মো. সালাহ উদ্দীন, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, অ্যাডভোকেট তাজুল ইসলাম, গোলাম ফারুক, মোস্তফা নূর, কামাল উদ্দীনসহ অন্যরা। এরা প্রত্যেকেই এক সময় জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে শুরুতেই মজিবুর রহমান মন্জু বলেন, ‘আজ আমরা উপস্থিত হয়েছি জাতীয় মুক্তি ও জন আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। যারা এই উদ্যোগে শরিক হতে চান, তাদের সংগঠিত করার কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।’

লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। নতুন এই প্ল্যাটফর্মের আরেক উদ্যোক্তা অধ্যাপক আব্দুল ওয়াহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলামও সংবাদ সম্মেলনে কথা বলেন।

আলোচনা, পর্যালোচনার মধ্য দিয়ে সংগঠনের নাম, কাঠামো, কর্মপদ্ধতি ঠিক করা হবে উল্লেখ করে মঞ্জু বলেন, ‘পূর্ণাঙ্গ দল গঠনে পাঁচটি কমিটি করা হয়েছে। এসব কমিটি তাদের কাজ শুরু করে দিয়েছে। আপাতত এই উদ্যোগ সমন্বয়কের দায়িত্ব এই নাখান্দাকে দেওয়া হয়েছে।’

কবে নাগাদ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে— সাংবাদিকেরদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি পারি আসব। এ ব্যাপারে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে সাংবাদিকের সহযোগিতা কামনা করছি আমরা।’

লন্ডনে থাকা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এই উদ্যোগের সঙ্গে যুক্ত নন দাবি করে মন্জু বলেন, ‘আমরা অনেকের কাছ থেকেই পরামর্শ নিয়েছি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কাছ থেকেও পরামর্শ নিয়েছি। তবে নতুন দল গঠনের এই উদ্যোগের সঙ্গে রাজ্জাকের কোনো সম্পৃক্ততা নেই।’

লিখিত বক্তব্যে মন্জু বলেন, ‘আমরা কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি না। আমরা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি, তা হবে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য গ্রহণযোগ্য।’

জামায়াতসহ কোনো রাজনৈতিক দলের সঙ্গে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’র কোনো সম্পর্ক নেই দাবি করে তিনি বলেন, ‘নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দাঁড় করানোর সময় এর সঙ্গে সরকারের মদত বা সম্পৃক্ততার প্রশ্ন আসে। এই প্রশ্নটা একেবারে অস্বাভাবিক নয়। তাবে আমাদের এই এই উদ্যোগে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো মদত নেই।’

এই উদ্যোগ জামায়াতে কোনো প্রভাব ফেলবে কি না— এমন প্রশ্নের জবাবে মন্জু বলেন, ‘এত ছোট জায়াগায় যাচ্ছেন কেন আপনারা? আমরা তো মনে করি পুরো দেশেই একটা প্রভাব পড়বে। আমাদের প্রত্যাশা, সবার মধ্যে সাড়া ফেলবে আমাদের এই উদ্যোগ।’

নির্দিষ্ট ১৯টি বিষয়ে একমত হয়ে সবাই এই উদ্যোগে শামিল হয়েছেন দাবি করে মন্জু বলেন, ‘আমরা নির্দিষ্ট আদর্শভিত্তিক রাজনৈতিক দল নয়, জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক দল গঠন করব। এই রাজনৈতিক দল হবে ইতিবাচক বাংলাদেশ গড়ার নতুন কার্যক্রম।’

নিজের সাবেক দল জামায়াত সম্পর্কে মজিবুর রহমান মন্জু বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একমাত্র দল না হলেও পরবর্তী সময়ে জামায়াতের ভূমিকা নিয়েই বেশি প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধকালীন ভূমিকার দায় স্বীকারের আহ্বান জামায়াত নেতৃত্ব অগ্রাহ্য করেছেন। এই রাজনৈতিক অবস্থানের বোঝা একাত্তর পরবর্তী প্রজন্মের বহন করা উচিত নয় বলে আমরা বিশ্বাস করি।’

সারাবাংলা/এজেড/জেডএফ

জন আকাঙ্ক্ষার বাংলাদেশ জামায়াত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর