Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিগগিরই আসছি’ বাংলায় হুমকি আইএস’র!


২৭ এপ্রিল ২০১৯ ১৩:৫৮ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৬:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রাম’ চ্যানেলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বাংলা ভাষায় একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে বাংলা বর্ণে লেখা হয়েছে ‘শিগগিরই আসছি, ইনশাল্লাহ।’

টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়াটুডেসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।

ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, পোস্টারটির মাধ্যমে হয়তো বাংলা ভাষাভাষী বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গকে ইঙ্গিত করা হয়েছে।

কিছু পোস্টারে আল-মুরসালাত নামে কোনো একটি সংগঠনের লোগোও লাগানো আছে।

গোয়েন্দা সংস্থাগুলো বলছে, পোস্টারটি আইএস’র পক্ষ থেকে ছড়ানো হচ্ছে এবং তারা বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।

বিজ্ঞাপন

জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে ইসলামিক স্টেট আগে থেকেই জড়িত রয়েছে, এমনটা উল্লেখ করে খবরে বলা হয়েছে, এর আগে জেএমবি’র পক্ষ থেকে কোলকাতায় আস্তানা গাঁড়া ও তার মাধ্যমে জঙ্গি নিয়োগের চেষ্টা হয়েছে।

সম্প্রতি বেশ কয়েকটি জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আইএস’র বাংলায় লেখা পোস্টারটির বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে ভারত।

সারাবাংলা/এমএম

ইসলামিক স্টেট (আইএস) বাংলায় আইএস হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর