‘যে নামেই হোক, জামায়াতের রাজনীতি করার অধিকার নেই’
২৭ এপ্রিল ২০১৯ ১৬:২৯
ঢাকা: আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যে নামেই হোক, জামায়াতে ইসলামীর রাজনীতি করার অধিকার নেই।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শের-ই-বাংলা এ কে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
অবিভক্ত বাংলার এই জননেতার ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে মাহবুব উল আলম হানিফ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, খোলস পাল্টে অন্য নামে তারা রাজনীতি করতে চাচ্ছে। আমি মনে করি, তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। দু’টি বিষয় খুব পরিষ্কার, ৭১ সালে তাদের অপকর্মের জন্য জামায়াতে ইসলামী আজ পর্যন্ত দলীয়ভাবে দায় স্বীকার করেনি এবং ক্ষমা প্রার্থনাও করেনি।
বিস্তারিত পড়ুন: জামায়াতের সংস্কারপন্থীদের নতুন মঞ্চ ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’
জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ
জামায়াতের সংস্কারপন্থীরা ‘জন-আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক মঞ্চের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল সেভেনটি ওয়ান-এ আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা নতুন এ রাজনৈতিক মঞ্চের ঘোষণা দেন।
রাজনৈতিক এই মঞ্চের সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান।
সারাবাংলা/এমএমএইচ/এটি