Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় যুবকের নখ উপড়ে নিলো বিএসএফ


২৭ এপ্রিল ২০১৯ ১৮:১২

নওগাঁ: নওগাঁর সাপাহার সীমান্তে আজিম উদ্দীন নামে এক বাংলাদেশি যুবকের নখ উপড়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (২৭ এপ্রিল) সকালে আদাতলা ১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টহল দল আজিমকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিন ভোর ৫টার দিকে পুনর্ভবা নদীর পাড় থেকে অচেতন অবস্থায় আজিম উদ্দীনকে উদ্ধার করা হয়।

আজিম উদ্দীনের বাড়ি সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ী (তুলশীডাঙ্গা) গ্রামে। তার বাবার নাম কাবির উদ্দীন।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে এক দল গরু ব্যাবসায়ীর সঙ্গে আজিম ভারতে গরু আনতে গিয়েছিল। আজ (শনিবার) ভোরে সীমান্তের ২৪২ পিলার এলাকা দিয়ে দেশে প্রবেশ করার চেষ্টা করলে ভারতের বামনগোলা থানার রাঙ্গামাটি ক্যাম্পের ৬০ বিএসএফ’র টহলরত জোয়ানরা তাদের ধাওয়া দেয়। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজিম ধরা পড়ে যায়।

তাদের নির্যাতনে আজিম জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ সদস্যরা তাকে অচেতন অবস্থায় সীমান্তবর্তী পুনর্ভবা নদীর জিরো পয়েন্টে ফেলে রেখে যায়, জানান স্থানীয়রা।

তথ্যের সত্যতা নিশ্চিত করে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বিজিবির পক্ষ থেকে সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এটি

নির্যাতন বিএসএফ বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর