Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দুয়েকজন শপথ নেওয়ায় বিএনপির ক্ষতি হবে না’


২৭ এপ্রিল ২০১৯ ১৯:০১ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দুয়েকজন শপথ নিলে বিএনপির কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৭ এপ্রিল) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী তাঁতী দলের নতুন কমিটি নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি বট গাছের মতো। দুয়েকটা পাতা ঝরলে তাতে কিছু যায় আসে না। আমাদের অতীত ইতিহাসে এ রকম আছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর আব্দুল মতিন ও ডাকসাইটে মন্ত্রীরা বিএনপি ভাঙার চেষ্টা করেছিল, তারা পারেনি। ওয়ান-ইলেভেনের সময় চেষ্টা করেছিল।’

বিজ্ঞাপন

‘অতএব দুয়েকজন শপথ নিল কি নিল না— এটা বিএনপির জন্য তেমন কোনো বিষয় না। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো পদক্ষেপ নিলে তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে’— বলেন বিএনপির এই নীতিনির্ধারক।

বিএনপিকে চাপে রাখার জন্যই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও একদিকে জামিন দিচ্ছে, অন্যদিকে অন্য মামলা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হচ্ছে।’

সদ্যপ্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহকে হারিয়ে জাতির অনেক বড় ক্ষতি হয়ে গেছে মন্তব্য করে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এই ক্ষতি  কী দিয়ে পূরণ হবে, তা আমি জানি না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন  তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক বাহাউদ্দিন বাহার, ড. কাজী মনিরুজ্জামান, আব্দুল মতিন চৌধুরী, শেখ মো. ইউনুস, জাহাঙ্গীর আলম মিয়াজী, মো. সহিদ উল্লাহ, মো. গোলাম মাওলা খান বাবলু, মঞ্জুর মোরশেদ চৌধুরী, মো. বাশারুল আলম কামাল, মো. রেজাউল ইসলাম, ফয়েজ আহমেদ দৌলত, গোলাপ মঞ্জুর, জে এম আনিস, জাকির হোসেন লিটন, ফিরোজ কিবরিয়া, মুস্তাফা কামাল হাওলাদার, মো. ছিদ্দিক, ইছাহক আলী, কাজী মো. রেজাউল করিম ও সাখাওয়াত হোসেনসহ অন্যরা।

ফাইল ছবি

সারাবাংলা/এজেড/টিআর

ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি শপথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর