Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামিনের বিরোধিতা না করলে খালেদা জিয়ার প্যারোল প্রয়োজন হবে না’


২৭ এপ্রিল ২০১৯ ২০:৪৯

ঢাকা: জামিনের বিরোধিতা না করলে কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোল প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। শনিবার (২৭ এপ্রিল) এক মানববন্ধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল এই মানববন্ধনের আয়োজন করে।

প্যারোলের আবেদন করলে মুক্তির বিষয়টি বিবেচনা করা যায়— শুক্রবার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মওদুদ আহমদ বলেন, ‘যদি প্যারোলের কথাই বলেন তাহলে আপনার আইনজীবীদের বলুন, তারা যেন জামিনের বিরোধিতা না করে। তাহলে খালেদা জিয়া এমনিতেই মুক্তি পাবেন, প্যারোলের কোনো প্রয়োজন হবে না।’

সরকার চায় না বেগম খালেদা জিয়া মুক্ত হোক এমন অভিযোগ করে তিনি বলেন, ‘তারা জানে বেগম জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। দেশে গণতন্ত্র ফিরে আসবে এবং একদলীয় শাসনের অবসান ঘটবে, বিচার বিভাগের স্বাধীনতা ফিরে আসবে।’

বিএনপি শপথ নিলেও সংসদের বৈধতা কখনই অর্জন হবে না মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ‘জাহিদুর রহমান সংসদে গিয়েছেন। যদি আরও কয়েকজনও যান, সরকারের কী সুবিধা হবে জানি না। তবে এতে সংসদের বৈধতা কখনই আসবে না এবং আসতে পারে না। সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে নাই।’

বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘গত ৫ বছরে যেসব মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, তাদের যে ক্ষতি হয়েছে, যেসব মা-বোন তাদের সন্তানদের হারিয়েছেন, তারা কোনোদিন জাতীয়তাবাদী দলকে ভুলতে পারবে না।’ এসময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বানও জানান মওদুদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

খালেদা জিয়া গণতন্ত্র জামিন নামঞ্জুর প্যারোলে মুক্তি ব্যরিস্টার মওদুদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর