Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৬ যাত্রীর


২৮ এপ্রিল ২০১৯ ১০:২১

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোচালক স্বপন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ এ) সকাল পৌনে ১০টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা এলাকায় এঘটনা ঘটে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ৬ জন যাত্রী নিয়ে শাহরাস্তি যাচ্ছিল। অন্যদিকে চাঁদপুরের হাজীগঞ্জ থেকে কর্ডোভা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে শাহরাস্তির কাকৈরতলা এলাকায় পৌঁছলে উল্টোদিক থেকে আসা বাসটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে-মুচড়ে যায় ও এর ভেতর থাকা চালকসহ সাতজনের মধ্যে পাঁচজনই ঘটনাস্থলে মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকড়া গ্রামের রনজিত মজুমদার (৫৩), কচুয়ার ফখরুল ইসলাম, শাহরাস্তির শাহপুর গ্রামের আবুল কালাম (৬০), কচুয়ার ভবানিপুরের মনি বেগম, তার ছেলে রুম্মান হোসেন (৮) ও সরকারি কর্মচারী শাহজাহান।

ঘটনার পর পর চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যেকের পরিবারকে ৩০ হাজার টাকা করে অনুদান দিয়েছেন।

এ ঘটনায় এখানো বাস চালক  ও হেলপারকে আটক করা সম্ভব হয়নি। এঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

অটোরিকশা যাত্রী বাসের ধাক্কায়

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর