Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার ব্যবসায় ধস, ছেলের আত্মহত্যা


২৮ এপ্রিল ২০১৯ ১২:২১ | আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১২:৩০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক বাসা থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবার ব্যবসায় লোকসানের পরিবারের আর্থিক কষ্ট সইতে না পেরে ছেলেটি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৭ এপ্রিল) রাতে বাকলিয়া থানার কোরবানিগঞ্জের নবী ম্যানশনের দ্বিতীয় তলায় তার ফুপুর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

মৃত মিনহাজুল করিম (২১) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খানসামা গ্রামের রেজাউল করিমের ছেলে। সে এবার নগরীর কোরবানিগঞ্জের কায়সার-নীলুফার সিটি করপোরেশন কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দীন সারাবাংলাকে জানান, রেজাউল করিম নগরীর খাতুনগঞ্জের পাইকারি বাজারের বনেদি ভোগ্যপণ্য ব্যবসায়ী ছিলেন। বছরখানেক আগে ব্যবসায় বড় ধরনের লোকসানের পর তিনি পরিবারের সদস্যদের গ্রামে পাঠিয়ে দেন। ছেলে মিনহাজুল নবী ম্যানশনে ফুপুর বাসায় থেকে পড়ালেখা করছিল।

পরিবারের হঠাৎ আর্থিক বিপর্যয় সহ্য করতে না পেরে মিনহাজুলের মা ফাতেমা বেগম মাসখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

একই কারণে মিনহাজুলও আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মঈন উদ্দীন।

নবী ম্যানশনের দোতলার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় মরদেহটি লাশটি পাওয়া গেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/আরডি/এমএইচ

আত্মহত্যা এইচএসসি পরীক্ষার্থী চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর