‘ব্যক্তির হিসাব সামগ্রিক রাজনীতির সঙ্গে মেলাবেন না’
২৮ এপ্রিল ২০১৯ ১৮:২৩
ঢাকা: কোনো ব্যক্তির হিসাব সামগ্রিক রাজনীতির সঙ্গে না মেলানোর জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নির্বাচিত প্রার্থী শপথ গ্রহণ করায় দলটির চেইন অব কমান্ড এবং অখণ্ডতা নিয়ে নানা মহল থেকে প্রশ্ন উঠছে। কেউ কেউ বলছেন, একজন বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণের মধ্য দিয়ে ভাঙনের সুর বেজে উঠেছে বিএনপিতে।
বিষয়টির দিকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে একটা গভীর সংকট বিরাজ করছে। এই সংকট জাতীয় জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। এমনকি আমাদের ব্যক্তি জীবনেও। সুতরাং ব্যক্তির হিসাব সামগ্রিক রাজনীতির সঙ্গে মেলাবেন না।’
সাংবাদিকতাকে মহৎ পেশা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকতা নিঃসন্দেহে একটি মহান পেশা। তাই আপনাদেরও ভাবতে হবে দেশের রাজনীতি কীভাবে চলছে, বিশ্বের রাজনীতিতে কী ঘটছে, অন্যান্য জাতি কী অবস্থার মধ্যে আছে, আমরা কী অবস্থার মধ্যে আছি।’
‘সাংবাদিকতার স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, জাতির স্বাধীনতা পরস্পরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত,’—বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সম্পূর্ণ অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা এ নিয়ে কথা বলছি, চেষ্টা করেছি, আন্দোলন করছি। কিন্তু সব সময় সব আন্দোলন সফল নাও হতে পারে। কারণ, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম সাধারণ কোনো সংগ্রাম নয়। তারপরও আমরা কাজ করছি। আমরা আমাদের জায়গা থেকে সড়ে দাঁড়াইনি।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদেরকে বুঝতে হবে ১৯৭১, ১৯৫২, ১৯৪৭ সাল আর বর্তমান সময় এক নয়। আমাদের খুঁজে বের করতে হবে, কোন রাস্তায় গেলে আমরা গণতান্ত্রিকভাবে একটি পরিবর্তন আনতে সক্ষম হব।’
সংবাদকর্মীদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের যাতাকলে অনেকে নির্যাতিত হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। আমরা যারা রাজনীতি করছি, তারাও আরাম আয়েশে রাজনীতি করছি না। এদেশের রাজনীতিবিদরা অনেক ত্যাগ স্বীকার করেছেন গণতন্ত্রের জন্য। কেউ নিহত হয়েছেন, কেউ কারাগারে গেছেন দীর্ঘ কালের জন্য।’
আওয়ামী লীগকে নতুন করে চেনার কিছু নেই মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আওয়ামী লীগকে খুব ভালো করেই চিনি। আমরা আমাদের সমস্ত অধিকার দিয়ে চিনেছি। জীবন দিয়ে চিনেছি। আমরা জানি আওয়ামী লীগ কী।’
ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিএফইউজে মহাসচিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সবুজ, ডিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ও সাংবাদিক নেতা এম এ আজিজসহ অনেকে।
সারাবাংলা/এজেড/এমআই