Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্র আদনান হত্যা: চার্জশিট গ্রহণ ১৩ জুন


২৮ এপ্রিল ২০১৯ ১৮:২৭

ঢাকা: রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যা মামলায় দেওয়া চার্জশিট গ্রহণে আগামী ১৩ জুন দিন ধার্য করেছেন আদালত। রোববার (২৮ এপ্রিল) মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল।

এদিন আদালতে মামলার বাদী কবির হোসেন চার্জশিটটি ভালভাবে দেখা হয়নি জানান। এসময় তিনি আইনজীবী জাহেদুল ইসলাম কোয়েলের মাধ্যমে সময়ের আবেদন করেন। এর প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন এ সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ জুন চার্জশিট গ্রহণের তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পশ্চিম থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুর রাজ্জাক ২৩ জনকে অভিযুক্ত চার্জশিট দাখিল করেন। অপরদিকে, ১২ জনকে অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- মারসাতুল রহমান রাব্বি (১৬), জাহিদুল ইসলাম জুইস (১৭), হাসিবুল হক শিশির (১৬), আল আমিন তুষার (১৫), রাজিন আহমেদ হৃদয় (১৭), ফকরুল ইসলাম ওরফে শ্রাবণ (১৫), শাকিল সরকার (১৭), করিম মিয়া (১৬), সাদ বিন সাত্তার ওরফে ডিস্কো সাদ (১৭), নাইমুর রহমান অনিক (১৯), শাহরিয়ার বিন সাত্তার ওরফে সেতু (২২), রবিউল ইসলাম ওরফে সিয়াম খান (১৮), আক্তারুজ্জামান ছোটন (১৯), রনি মৃধা (২০), মো. সোহাগ (১৯), বাহাউদ্দিন হাসান শাওন (১৯), স্বপন মন্ডল ওরফে পটলা বাবু (২৪), নুরে আলম (১৯), সাদাফ জাকির (১৬), মো. রায়হান ইসলাম জিহান (১৪), নাফিজ মো. আলম ওরফে ডন (১৭), খন্দকার মেহরাব হোসেন (১৫) ও সাফিন হোসাইন (১৬)।

আসামিদের ১৪ জন অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাদের বিচার কিশোর আদালত হবে। বাকি ৯ জন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার প্রকাশ্য আদালতে হবে।

মামলার তদন্ত কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপ যেমন ডিসকো বয়েজ উত্তরা, নাইন স্টার গ্রুপ, সেভেন স্টার গ্রুপ, নাইন এমএম বয়েজ উত্তরা, বিগবস ইত্যাদি পেইজ খুলে নিজেদের বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান করত। গ্রুপের মধ্যে কেউ এক গ্রুপ থেকে অন্য গ্রুপে চলে যাওয়াকে কেন্দ্র করে কিংবা কোনো ঝামেলাকে কেন্দ্র করে ছোট-খাট ঝগড়া/মারামারি হয়। এর জেরেই আদনান খুন হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৭ সালের ৬ জানুয়ারি উত্তরা পশ্চিম থানা এলাকার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়ির সামনে আদনান কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ওই ঘটনায় আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/এমও

আদনান আদালত চার্জশিট স্কুলছাত্র আদনান

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর