চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হয়েছে পাঁচ দিনের বঙ্গবন্ধু বইমেলা-২০১৯। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মেলায় আয়োজন করেছে। রোববার (২৮ এপ্রিল) সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী।
বইমেলা চলবে আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণে এই মেলার আয়োজন। শিক্ষার্থী ও বর্তমান প্রজন্মের উচিত বঙ্গবন্ধু সম্পর্কে জানা। বঙ্গবন্ধু না হলে আজকের এই বাংলাদেশ হতো না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন। তাই আজ আমরা স্বাধীন, বীরের জাতি।’
প্রধান আলোচকের বক্তব্যে ভূঁইয়া ইকবাল বলেন, ‘বর্তমানে বইগুলোতে ভুল বেড়ে গিয়েছে। বইয়ের গুণগত মান রক্ষা হচ্ছে না। অসংখ্য বই ছাপা হয়, বিক্রি হয়। কিন্তু ফেসবুকের কল্যাণে কতটুকু বই পড়া হচ্ছে? বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে লক্ষাধিক বই রয়েছে কিন্তু পাঠক ১০-১৫ জন। সবাইকে বেশি বেশি করে বই পড়তে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ। এতে আলোচক ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মহীবুল আজিজ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আওরঙ্গজেব, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. শঙ্খলাল সাহা।
সারাবাংলা/এমও