Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলার কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু


২৭ জানুয়ারি ২০১৮ ১৮:০৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  

ভোলা : জেলার নর্থ-১ কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শনিবার অনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করে  বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বাপেক্সের প্রকল্প পরিচালক বজলুর রহমান জানান, মাটির ৩ হাজার ৩৪৮ ফুট নিচে গ্যাসের অনুসন্ধান মিলেছে। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এ কূপে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর ভোলা সদরের ভেদুরিয়া এলাকায় নর্থ-১ কূপ খনন কাজ শুরু হয়। সে স্থানেই চলতি মাসের ১৫ জানুয়ারি গ্যাসের সন্ধান পায় বাপেক্স।

ভোলার গ্যাস অনুসন্ধানের পর চারটি কূপ খনন করা হয়েছে। সেখানকার দুইটি কূপ থেকে প্রতিদিন ৪০/৪২ মিলিয়ন গ্যাস উত্তোলন চলছে। শাহবাজপুর, শাহবাজপুর ইস্ট-১ ও নর্থ-১ মিলিয়ে ভোলায় মোট গ্যাসের মজুদ ১৫০০ বিলিয়ন ঘনফুট। এটি দেশের ২৭তম গ্যাসক্ষেত্র।

সারাবাংলা/টিএম/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর