Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা প্রধানের সঙ্গে সৌদি বর্ডার গার্ডের ডিজির সৌজন্য সাক্ষাৎ


২৮ এপ্রিল ২০১৯ ২০:১২

ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সফররত সৌদি বর্ডার গার্ডের ডিরেক্টর জেনারেল (ডিজি) ভাইস অ্যাডমিরাল আওয়াদ ঈদ আল আরাদি আল বালাওয়ি।

রোববার (২৮ এপ্রিল) সেনাবাহিনী সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সৌদি বর্ডার গার্ডের ডিজির নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৭ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছায়। সফরকালে তারা নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। সফর শেষে আগামী পহেলা মে প্রতিনিধি দলটির প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

সারাবাংলা/এটি

সেনাবাহিনী প্রধান সৌদি বর্ডার গার্ডের ডিজি