Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের পৃথক অভিযানে ৪ জঙ্গি গ্রেফতার


২৭ জানুয়ারি ২০১৮ ১৭:৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   

নারায়ণগঞ্জ: রাজধানীর কাকরাইল ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুইটি অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এদের মধ্যে তিনজন আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি সদস্য এবং অপর একজন জেএমবি’র দাওয়াতি শাখার শীর্ষ স্থানীয় নেতা।

শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কাকরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয় জেএমবির দাওয়াতি শাখার শীর্ষ স্থানীয় নেতা শায়খ কামাল হোসেনকে। একটি বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে তিনি র‌্যাবের হাতে গ্রেফতার হন। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানায় করা নাশকতার মামলার পলাতক আসামি।

র‌্যাব আরও জানায়, শুক্রবার মধ্যরাতে র‌্যাব-১১’র আরেকটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক এলাকায় অভিযান চালায়। জঙ্গিদের গোপন বৈঠক চলাকালে সেখান থেকে গ্রেফতার করা হয় আনসার আল ইসলাম ওরফে আনসারুল্লাহ বাংলা টিমের চার সক্রিয় সদস্যকে। এরা হলেন রেজাউর রহমান, মোবারক হোসেন ও আবু রায়হান চৌধুরীকে। ঘটনাস্থলে তল্লাশি করে ৩ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল, চারটি দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। এরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে আত্মগোপন করে সংগঠনের জন্য নতুন কর্মী সংগ্রহ করাসহ অন্যান্য সাংগঠনিক কাজ চালিয়ে আসছিল।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

সারাবাংলা/টিএম/এনএস

গ্রেফতার জঙ্গি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর