Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোহিঙ্গা ইস্যুতে চীন-ভারতে যাওয়া প্রয়োজন প্রধানমন্ত্রীর’


২৮ এপ্রিল ২০১৯ ২৩:০১

ঢাকা: রোহিঙ্গা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর যত দ্রুতসম্ভব চীন ও ভারত সফরে যাওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমদ।

তিনি বলেন, ‘মিয়ানমারের তৈরি রোহিঙ্গা সংকট নিরসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরিভিত্তিতে চীন ও ভারত সফর করা প্রয়োজন, যেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হওয়ার পাশাপাশি মিয়ানমারের রাখাইনে নিরাপদ অঞ্চল গঠন হয়।’

রোববার (২৮ এপ্রিল) ‘রোহিঙ্গা ক্রাইসিস: ইন্টারন্যাশনাল রোল ফর ট্যানজিবল সলিউশনস ইন রাখাইন’ শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক অ্যান্ড স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডি-ক্যাব’ আয়োজিত সেমিনারে প্যানেল বক্তা ছিলেন ঢাবি অধ্যাপক ইমতিয়াজ আহমদ এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি স্টিফেন করেস।

বক্তব্যে ঢাবি অধ্যাপক ইমতিয়াজ বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের ওপর থেকে চোখ সরানো যাবে না। এ ক্ষেত্রে মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মিয়ানমারের প্রতি চাপ বাড়াতে এবং প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাশাাশি সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের এই বিষয়ে বিশ্ব জনমত আরও শক্তিশালী করতে বিশ্বের প্রভাবশালী রাজধানীগুলোতে যেতে হবে। রোহিঙ্গা সংকট যে মিয়ানমারের তৈরি করা সংকট, সে বিষয়টি সেমিনারসহ একাধিক মাধ্যমে তুলে ধরতে হবে। বিশ্বের প্রভাবশালী রাজধানীগুলোতে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে।’

‘শুধু বাংলাদেশই নয়, বিশ্বের ১৯টি দেশে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা বসবাস করছে’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘এই ১৯টি দেশের সব স্তরের প্রতিনিধিদের নিয়ে দেশে-বিদেশে বছরে অন্তত দু’টি সেমিনারের আয়োজন করতে হবে। এই দেশগুলোর সরকারি প্রতিনিধি, রাজনীতিক, আমলা, সমাজকর্মীসহ সংশ্লিষ্টদের নিয়ে এমন কার্যক্রম প্রতি ছয় মাস অন্তর অন্তর হতে পারে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম অনুষ্ঠানে বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে আমরা দ্বিপাক্ষিক আলোচনা করে যাচ্ছি। এ ছাড়াও এই সমস্যা সমাধানে গত বছর ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আজকালের মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন। সেখানেও তিনি এই সংকটের সমাধান নিয়ে আলাপ করবেন।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘অধ্যাপক ইমতিয়াজ আহমদ এই সংকট নিরসনে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন, তা আমরা বিবেচনায় রেখেছি। রোহিঙ্গা নীতি পরিকল্পনার সময়ে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করব।’

সারাবাংলা/জেআইএল/টিআর

ডি ক্যাব ঢাবি অধ্যাপক ইমতিয়াজ রোহিঙ্গা রোহিঙ্গা প্রত্যাবাসন রোহিঙ্গা সংকট


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর