১২ মে’র মধ্যে অরিত্রী আত্মহত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
২৮ এপ্রিল ২০১৯ ২৩:৫৪
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ১২ মে’র মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়-সংক্রান্ত জাতীয় নীতিমালা প্রণয়নে মনোবিজ্ঞানী নিয়োগ বা তাদের মতামত নেওয়ার বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটিও আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার)। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার অনীক আর হক, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকা ও জেসমিন সুলতানা।
পরে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার) বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ মে’র মধ্যেই এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে পারব।
অরিত্রীর আত্মহত্যার পর এক আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধে জাতীয় নীতিমালা করতে অতিরিক্ত শিক্ষা সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই কমিটিকে আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়-সংক্রান্ত জন্য কিছু সুপারিশ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। আদেশের পর দীর্ঘ সময়েও কোনো অগ্রগতি প্রতিবেদন না পাওয়ায় বিষয়টি আদালতের নজরে আনলে আদালত আজ (রোববার) এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের চার আইনজীবী অরিত্রী আত্মহত্যার ঘটনায় প্রকাশিত খবর আদালতের নজরে আনলে গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট এ আদেশ দিয়েছিলেন।
সারাবাংলা/এজেডকে/টিআর