কিশোরীর সিঁথিতে সিঁদুর দিতেই হাজির পুলিশ, শ্রীঘরে বর
২৯ এপ্রিল ২০১৯ ১৩:৩৬
মাগুরা: বাল্য বিয়ে করার অপরাধে শুভ্রত বিশ্বাস (২২) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাল্য বিয়ের আয়োজন করায় আদালত কনের দাদা কিরণ চন্দ্রকে ৫ দিন, পুরহিত বিকাশ চন্দ্রকে ৩ দিন এবং বরের বোন জামাই বাসুদেব সরকারকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত দণ্ডাদেশ দিলে তাদের মাগুরা জেলা কারাগারে নেওয়া হয়। আদালত পরিচালনা করেন মাগুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান। শুভ্রত বিশ্বাসের বাড়ি ফরিদপুর সদর উপজেলার চন্ডীপুর গ্রামে।
কনের পিসি বিজলী বিশ্বাস জানান, রোববার রাত ১২টা ১০ মিনিটে বিয়ের লগ্ন ছিল। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী অগ্নি সাক্ষী রেখে সিঁদুর পরিয়ে বিয়ে হয়। বাল্য বিয়ের খবর পেয়ে রাত ১টার দিকে পুলিশ বর-কনেকে থানায় নিয়ে যায়।
আবু সুফিয়ান সারাবাংলাকে বলেন, ওই কিশোরী আমাকে জানায়, সে এখনই বিয়ে করতে চায় না। পরিবার তার অমতে বিয়ের আয়োজন করেছে। খবর পেয়ে আমি বিয়ে বাড়িতে পুলিশ পাঠাই।
সারাবাংলা/এটি