Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলনের চার মামলায় প্রতিবেদন ১৩ জুন


২৯ এপ্রিল ২০১৯ ১৪:০০ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৪:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙচুরের পর ভিসির বাসভবন (ফাইল ছবি)

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে হামলা, কোটা সংস্কার আন্দোলনের সময় গাড়ি পোড়ানো, পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা ৪ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ।

সোমবার (২৯ এপ্রিল) মামলাগুলির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জুন নতুন তারিখ ঠিক করেন।

এ নিয়ে তদন্ত প্রতিবেদন ১২ বারের মতো সময় পেলেন মামলার তদন্ত কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০১৮ বছরের গত ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। এছাড়া বাসভবনের আশপাশেও একাধিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই বছরের ১০ এপ্রিল ভিসির বাড়িতে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে অপর তিনটি মামলা দায়ের করে। এই চারটি মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/এআই/এমও

কোটা কোটা সংস্কার কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি