Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা


২৯ এপ্রিল ২০১৯ ১৫:৫৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন অফিস টাইম ঘোষণা করেছে সরকার। নতুন সময়সূচি অনুযায়ী, দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব শাসিত, আধা-স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দাফতরিক কাজ চলবে। তবে জরুরি বিভাগগুলো তাদের নিজস্ব নিয়মে চলবে।

সোমবার (২৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) ড. সামসুল আরেফিন এই তথ্য জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত কেবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামসুল আরেফিন জানান, নতুন সূচিতে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এটি

অফিস টাইম রমজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর