বসিলায় ১৩ ঘণ্টায় জঙ্গি অভিযান শেষ
২৯ এপ্রিল ২০১৯ ১৬:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৭:৩৫
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ১৩ ঘণ্টা পরে জঙ্গিবিরোধী অভিযান শেষ ঘোষণা করেছে র্যাব। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে র্যাব-২ এর সিও লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, ঘটনাস্থল থেকে দুই জঙ্গির মরদেহ উদ্ধার করা হয়েছে। চারটি অবিস্ফোরিত আইইডি বোমা জব্দ করা হয়েছে। একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা।
তিনি আরও বলেন, রাত ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই দীর্ঘ সময় ধরে আমরা একটা বড় অভিযান পরিচালনা করেছি। মোহাম্মদপুর থানায় র্যাব-২ এর পক্ষ থেকে একটি মামলা করা হবে।
এর আগে বিকেল পৌনে ৪টায় সিআইডির ক্রাইম সিন ইউনিট দু‘টি ব্যাগে করে জঙ্গিদের মরদেহ বের করে।
রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে মোহাম্মদপুরের বসিলা এলাকার মেট্রো হাউজিংয়ের ওই বাড়িটি ঘিরে ফেলে র্যাব। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বাসার ভেতর থেকে গুলি চালায়। এ সময় র্যাবও পাল্টা গুলি চালায়। ভোর ৫টার দিকে সেখানে বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর র্যাব সদস্যরা ভেতরে গিয়ে ছিন্নভিন্ন মরদেহ দেখতে পায়।
আরও পড়ুন: দুই জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে র্যাব
সারাবাংলা/ইউজে/এটি