Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকার মানহানির মামলা


২৯ এপ্রিল ২০১৯ ১৭:৫১ | আপডেট: ২৯ এপ্রিল ২০১৯ ১৭:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তুরাগ থানার কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক খুরশিদ জাহানের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে মামলাটি করেন একই প্রতিষ্ঠানের শ্রেণি শিক্ষক মোসা. শাম্মী আক্তার।

এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেন্সিগেশনকে (পিবিআই) অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বিষয়টি সারাবাংলাকে বাদী নিজেই নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ২০১৩ সালের ১২ নভেম্বর থেকে মামলার বাদী ওই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে পাঠদান করে আসছেন। সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক বাদীর চাকরি এমপিওভুক্তির জন্য ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। বাদী তা দিতে অস্বীকার করায় আসামি বাদীর ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন।

বিজ্ঞাপন

এর জেরে, গত ১১ মার্চ প্রধান শিক্ষিকা বাদীর ঠিকানায় মিথ্যা অপবাদ দিয়ে নোটিশ পাঠান। ওই নোটিশে বলা হয়, মোবাইলে কথা বলা নিয়ে তিনি প্রধান শিক্ষকের ওপর সব শিক্ষকদের সামনে উত্তেজিত হন। এছাড়াও বাদী বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে বিভিন্ন মহল থেকে তারা এ তথ্য পেয়েছেন।

নোটিশে উল্লেখিত মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রকাশের কারণে বাদীর চরিত্র সম্পর্কে এলাকার লোকজন ও তার পরিবারের কাছে বাদীর মর্যাদা চরমভাবে ক্ষুন্ন হয়েছে। যা ২ কোটি টাকার সমপরিমান।

সারাবাংলা/এআই/এমও

প্রধান শিক্ষক মানহানির মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর