Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটাররা সহনশীল, মসিক নির্বাচন সুষ্ঠু হবে: সিইসি


২৯ এপ্রিল ২০১৯ ১৮:১৪

ময়মনসিংহ: আগামী ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ময়মনসিংহ সিটির ভোটাররা অত্যন্ত সহনশীল। তারা আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজ করবেন না।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। মসিক নির্বাচন উপলক্ষে এদিন জেলা প্রশাসন এই মতবিনিময় সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

সিইসি বলেন, এভিএম এমন একটি পদ্ধতি যেখানে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। পদ্ধতিটি যেহেতু নতুন, তাই মানুষ এ বিষয়ে জানবে না এটাই স্বাভাবিক। এ নিয়ে তাদের আস্থা অর্জন করতে হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) এএইচএম লোকমান। এছাড়া নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক সাইদুল ইসলাম এবং জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতারা সভায় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এটি

মসিক নির্বাচন সিইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর