Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানি লন্ডারিং রোধে ইসলামী ব্যাংকের কর্মশালা


২৯ এপ্রিল ২০১৯ ২০:১২

ঢাকা: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকটির খুলনা, বরিশাল ও যশোর জোনের নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।

সোমবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংকের খুলনা জোন কার্যালয়ে গত ২৬ ও ২৭ এপ্রিল এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।

বিজ্ঞাপন

কর্মশালায় আবু রেজা মো. ইয়াহিয়া মূল আলোচনা উপস্থাপন করেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদক, অর্থপাচার ও সন্ত্রাসবাদের মতো অপরাধের মূল চালিকাশক্তি অবৈধ অর্থ। এই অর্থ যেন কেউ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ করতে না পারে, সে ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে।

সারাবাংলা/এটি

ইসলামী ব্যাংক মানি লন্ডারিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর