মানি লন্ডারিং রোধে ইসলামী ব্যাংকের কর্মশালা
২৯ এপ্রিল ২০১৯ ২০:১২
ঢাকা: মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে ইসলামী ব্যাংকের দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকটির খুলনা, বরিশাল ও যশোর জোনের নির্বাহী ও কর্মকর্তারা অংশ নেন।
সোমবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামী ব্যাংকের খুলনা জোন কার্যালয়ে গত ২৬ ও ২৭ এপ্রিল এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ক্যামেলকো আবু রেজা মো. ইয়াহিয়া।
কর্মশালায় আবু রেজা মো. ইয়াহিয়া মূল আলোচনা উপস্থাপন করেন। এরপর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামী ব্যাংক দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদক, অর্থপাচার ও সন্ত্রাসবাদের মতো অপরাধের মূল চালিকাশক্তি অবৈধ অর্থ। এই অর্থ যেন কেউ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে বৈধ করতে না পারে, সে ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে।
সারাবাংলা/এটি