Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইক্লোন কিনিথ কেড়ে নিল ৪২ প্রাণ


৩০ এপ্রিল ২০১৯ ১২:৩২

সাইক্লোন কিনিথের আঘাতে মোজাম্বিকে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, কমোরসে মারা গেছে আরও ৪ জন। সোমবার (২৯ এপ্রিল) মোজাম্বিকের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানায়। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে দেশ দুটির ওপর বয়ে যায় ঘূর্ণিঝড় কিনিথ। এর আগে, গত ১৪ মার্চ ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাওয়াইয়ে আঘাত হানে সাইক্লোন ইদাই। ইদাইয়ে অন্তত ১ হাজার মানুষের মৃত্যু হয়। বাস্তুচ্যুত হন আরও ত্রিশ লাখ। ইদায়ের কারণে মোজাম্বিকে ১ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

কিনিথে ক্ষতিগ্রস্ত মোজাম্বিকের পেম্বা শহরের এক বাসিন্দা জানান, বৃষ্টি থেমে গেছে। তবে এখনো বন্যার পানিতে রাস্তাঘাট তলিয়ে আছে। সেখানে ইউনিসেফের এক কর্মকর্তা জানান, আক্রান্ত এলাকা ত্রাণ সরবরাহ করতে আমরা চেষ্টা করছি।

সারাবাংলা/এনএইচ

মোজাম্বিক সাইক্লোন কিনিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর