Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাড়া পেলেন সৌদি ধনকুবের ওয়ালিদ বিন তালাল


২৭ জানুয়ারি ২০১৮ ১৯:০২

সারাবাংলা ডেস্ক

ঢাকা : দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া সৌদি আরবের ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালাল কারাগার থেকে ছাড়া পেয়েছেন। দুইমাসের অধিক সময় কারাগারে থাকার পর শনিবার তিনি ছাড়া পান বলে রয়টার্সকে জানিয়েছে তার পরিবার।

সৌদি প্রিন্স সালমান বিন সাদের নির্দেশে দুর্নীতিবিরোধী এক অভিযানে ওয়ালিদ বিন তালাল আটক হন। প্রিন্সের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক গণমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। ধারণা করা হয় নিজের ভিত পাকাপোক্ত করার জন্যই প্রিন্স সালমান দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন।

দুই মাস পর কোন শর্তের বিনিময়ে ওয়ালিদ বিন তালালকে ছাড়া হলো তা এখনো পরিষ্কার নয়। এমন সৌদি সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম যুবরাজ আল ওয়ালিদ বিন তালালের বিনিয়োগকারী প্রতিষ্ঠান হলো কিংডম হোল্ডিং। নিউজ করপোরেশন, সিটি গ্রুপ, টুইটার, অ্যাপলসহ অনেক সুখ্যাত কোম্পানিতে রয়েছে তার শেয়ার। এ ছাড়া যুবরাজ আল ওয়ালিদ আরব জুড়ে স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করেন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর