Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবতে বসেছে প্যারিস


২৭ জানুয়ারি ২০১৮ ১৯:৫৩

আন্তর্জাতিক ডেস্ক

সংস্কৃতির নগরী প্যারিস বন্যায় ডুবতে বসেছে। নগরীর সেইন নদীতে গত কয়েক দিন ধরে বিপজ্জনকভাবে বাড়ছে পানির মাত্রা। নদী পাড়ের বসতবাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে সর্তক থাকতে বলেছে কর্তৃপক্ষ।

শনিবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, গত কয়েক দিনের ভারি বৃষ্টিপাতে শহরের নিম্নাঞ্চলের অনেক বাড়ি ঘর ইতোমধ্যে ডুবতে শুরু করেছে।

এক পূর্বভাসে বলা হয়েছে, সপ্তাহ শেষে হওয়ার আগেই নদীর পানি আরও দ্রুত বাড়বে। বর্তমানে নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৪ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শহরের অনেক রাস্তাই ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এছাড়া পর্যটনের জন্য জনপ্রিয় ওই এলাকায় বিলাসবহুল নৌভ্রমণেও সমস্যা দেখা দিয়েছে।

আগামী সপ্তাহ পর্যন্ত শহরের একটি কমিউটার ট্রেন সেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়াও ল্যুভর মিউজিয়ামের নিচ তলায় ইসলামিক আর্ট গ্যালারি বন্ধ করে দেওয়া হয়েছে।

প্যারিসের অ্যান হাইডালগো শহরের মেয়র বলেছেন, তার শহর এ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। তবে এ অবস্থার জন্য বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দায়ি।

এর আগে ১৯১০ সালে বড় ধরনের বন্যায় পড়েছিল প্যারিস। সেবার ২ মাস পানির নিচে ছিল শহরটি।

সারাবাংলা/এসআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর