Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তালেবানের বোমা হামলায় নিহত বেড়ে ৯৫


২৭ জানুয়ারি ২০১৮ ১৯:৪৬

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুলিশ চেকপয়েন্টে গাড়ি বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। শনিবারের এ ঘটনায় আহত রয়েছেন আরও শতাধিক। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কাবুলের দূতাবাস এলাকা ও সরকারি দফতরগুলোর কাছে একটি অ্যাম্বুলেন্সে লুকিয়ে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটায় হামলাকারী। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের লক্ষ্য ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে বিস্ফোরণের সময় ঘটনাস্থলে অনেক পথচারী থাকায় হামলার ভয়াবহতা বেড়ে যায়।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরো জানিয়েছেন, মধ্যাহ্ন ভোজের সময় শহরের একটি ব্যস্ত এলাকার একটি সড়কে হামলাটি চালানো হয়।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, পুলিশের ওই চেকপয়েন্টের দিকে আক্রমণকারীরা একটি বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স চালিয়ে নিয়ে আসে। পরে কাছাকাছি থাকা গণপরিবহণ এলাকায় বিস্ফোরণ ঘটায়। ঘটনাটি ঘটে কাবুলের পুরাতন দূতাবাস ও সরকারি দফতর এলাকায়।

গত সপ্তাহে কাবুল এক বিলাসবহুল হোটেলে চালানো হামলায় ২০ জনেরও বেশি নিহত হয়েছিল।

সারাবাংলা/একে/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর