দেশে স্বেচ্ছাসেবী ১ কোটি সাড়ে ৬ লাখ
১ মে ২০১৯ ১০:২৫
ঢাকা: কাজ করেন, কিন্তু বিনিময়ে টাকা নেন না। আবার কোনো চাপ বা ভয়ে নয়, একেবারেই নিজের ইচ্ছায় মানুষের জন্য কাজ করেন স্বেচ্ছাসেবীরা। দেশে এরকম স্বেচ্ছাসেবকের সংখ্যা ১ কোটি ৬ লাখ ৫০ হাজার।
স্বেচ্ছায় অন্যের জন্য কাজ করাতেই যেন তাদের আনন্দ। অনেক সময় স্বেচ্ছায় কাজ করতে গিয়ে নিজের জীবনও চলে যায় তাদের। রানা প্লাজা ধ্বংসের সময় অন্যকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় একজন স্বেচ্ছাসেবকের। নিজের জীবনের মায়া ত্যাগ করেও অন্যের জন্য তারা কাজ করে যান তারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ শ্রমশক্তি জরিপে (২০১৬-১৭ অর্থবছর) উঠে এসেছে এ তথ্য।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মোট স্বেচ্ছাসেবকের মধ্যে কর্মজীবী, বেকার এবং শ্রম শক্তির বাইরে থাকা মানুষও রয়েছেন। গত ২০১৫-১৬ অর্থবছরের জরিপে এই সংখ্যা ছিল ১ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার। এ হিসেবে স্বেচ্ছাসেবকের সংখ্যা তুলনামূলক কমেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবছরে মোট স্বোচ্ছাসেবকের মধ্যে পুরুষ স্বেচ্ছাসেবক রয়েছেন ৭৮ লাখ ৬ হাজার আর নারী ২৮ লাখ ৪৫ হাজার। এদের মধ্যে শহরে স্বোচ্ছাসেবামূলক কাজ করে ৩৪ লাখ ২ হাজার এবং গ্রামে স্বেচ্ছা সেবা দিচ্ছেন ৭২ লাখ ৪৮ হাজার মানুষ। তুলনামূলক শহরের চেয়ে গ্রামের মানুষরাই বেশি স্বোচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম সারাবাংলাকে বলেন, ‘যারা স্বেচ্ছায় মানুষের জন্য কাজ করেন তারা মহান। এই সংখ্যা বাড়ানো উচিত। তবে বিবিএসের হিসাবে দেখা গেছে ২০১৫-১৬ অর্থ বছরের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরে স্বেচ্ছা সেবকের সংখ্যা কিছুটা কমেছে। এর মানে হচ্ছে দেশের অর্থনৈতিক কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে অনেকেই এখন স্বেচ্ছা সেবক হিসেবে সময় করে উঠতে পারছেন না।’
তিনি আরও বলেন, ‘স্বেচ্ছাসেবকরা যে কাজগুলো করেন সেখানে যদি কোনো কিছু উৎপাদন হয় তাহলে অবশ্যই তা জিডিপির হিসাবে যুক্ত হয়। কিন্তু তারা যেহেতু কোনো অর্থ নিয়ে থাকেন না সেহেতু তাদের মজুরিটা হিসাবে আসে না।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে কর্মজীবী স্বেচ্ছাসেবক রয়েছেন ৭৯ লাখ ১০ হাজার। এদের মধ্যে পুরুষ রয়েছেন ৬৭ লাখ ৮১ হাজার আর নারী স্বেচ্ছাসেবক ১১ লাখ ২৯ হাজার।
অন্যদিকে, শহরে কর্মজীবী স্বেচ্ছাসেবক রয়েছেন ২৪ লাখ ১৩ হাজার আর গ্রামে রয়েছেন ৫৪ লাখ ৯৭ হাজার কর্মজীবী স্বেচ্ছাসেবক। যারা যেকোনো কর্মে নিয়োজিত থেকেই স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন।
অন্যদিকে যারা বেকার জনসংখ্যা তাদের মধ্যে স্বোচ্ছাসেবা মূলক কর্মকাণ্ড করেন ২ লাখ ৭৩ হাজার। এর মধ্যে পুরুষ স্বেচ্ছাসেবক রয়েছেন এক লাখ ৩১ হাজার এবং মহিলা স্বোচ্ছাসেবক রয়েছেন এক লাখ ৩১ হাজার। এদিকে, শহরে বেকার স্বেচ্ছাসেবক রয়েছেন ৯৮ হাজার এবং গ্রামে রয়েছেন এক লাখ ৭৬ হাজার।
শুধু তাই নয়, যারা শ্রম শক্তির বাইরে অর্থাৎ যারা কর্মে যুক্ত নয়, আবার বেকারও নয়, কিন্তু কোনো কাজ খুঁজছেন না তাদেরকেই ধরা হয় শ্রম শক্তির বাইরে থাকা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ২৪ লাখ ৬৭ হাজার মানুষ রয়েছেন স্বেচ্ছা সেবায়। অর্থাৎ তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।
এদের মধ্যে পুরষের সংখ্যা ৮ লাখ ৮৩ হাজার আর মহিলা রয়েছেন ১৫ লাখ ৮৫ হাজার। অন্যদিকে এই শ্রেণির স্বেচ্ছাসেবকদের মধ্যে শহরের রয়েছেন ৮ লাখ ৯১ হাজার আর গ্রামের ১৫ লাখ ৭৬ হাজার।
সূত্র জানায়, এই জরিপের আগের জরিপে অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরে দেশের মোট স্বেচ্ছাসেবক ছিল ১ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার। এর মধ্যে পুরুষ স্বোচ্ছাসেবক ৯৭ লাখ ৬৩ হাজার আর মহিলা স্বেচ্ছাসেবক ছিলেন ৫১ লাখ ৭২ হাজার।
অন্যদিকে শহরে স্বেচ্ছাসেবক ছিলেন ৪৯ লাখ ৪১ হাজার আর গ্রামে ছিলেন ৯৯ লাখ ৯৪ হাজার।
সারাবাংলা/জেজে/এমআই