Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিউপির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন সেনাপ্রধান


১ মে ২০১৯ ১৪:১৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিউপি)-এর প্রথম পর্যায়ের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। মঙ্গলবার (৩০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিউপির পূর্ত কাজসমূহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। নির্মিত স্থাপনাগুলোর মধ্যে ১৫ তলা বিশিষ্ট ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাড মিনিস্ট্রেশন (এফবিএস) ভবন, ১৫ তলা বিশিষ্ট ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) ভবন, ১৫ তলা বিশিষ্ট ফ্যাকাল্টি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) ভবন, ৬ তলা বিশিষ্ট লাইব্রেরি বিল্ডিং, বিইউপি সেতু (পূর্ব-পশ্চিম ক্যাম্পাস সংযোগ সেতু) এবং বিইউপি স্বাধীনতা অডিটোরিয়াম উল্লেখযোগ্য। এ সকল অবকাঠামোগত উন্নয়ন কর্মসমূহ আগামী ২০২১ সালের মধ্যে শেষ হবে।

বিজ্ঞাপন

এসময় সেনাপ্রধান সেখানে একটি চারা গাছও রোপণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সশস্ত্র বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, ইউজিসি ও বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএইচ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস সেনাপ্রধান জেনারেল আজিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর