Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে খালেদা


২৭ জানুয়ারি ২০১৮ ২১:৩৬

স্পেশাল করেসপন্ডেন্ট

দলের সর্বোচ্চ নীতির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে ৯টায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়ার সাজা হলে বিএনপি কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে, খালেদা জিয়ার অবর্তমানে দল কীভাবে চলবে, দলের করণীয়, নীতি ও কৌশল কী হবে, দলের অখণ্ডতা রক্ষায় শীর্ষ নেতাদের কী ধরনের ভূমিকা পালন করতে হবে- সে সব ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়া।

এছাড়া আগামী নির্বাচন, দলের বর্তমান সাংগঠনিক অবস্থা, রাজনীতির সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে স্থায়ী কমিটির বৈঠকে।

সারাবাংলা/এজেড/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর