Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঞ্জন গগৈ’র বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্তে অস্বচ্ছতা!


১ মে ২০১৯ ১৮:৩২

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বিরুদ্ধে করা যৌন হয়রানির অভিযোগ বিষয়ে গঠিত তদন্ত কমিটিতে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন ‘ভুক্তভোগী’ নারী। একইসঙ্গে, ব্যক্তিগত নিরাপত্তার  প্রশ্নে তুলে তদন্ত কমিটি থেকে নিজেকে প্রত্যাহার করেছেন তিনি। বুধবার (০১ মে) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।

এক বিবৃতিতে ওই নারী জানান, তিনি তদন্তের স্বচ্ছতার বিষয়ে সন্দিহান। এছাড়া নিরাপত্তাহীনতায় ভুগায় তিনি বাধ্য হয়েছেন অভিযোগ প্রত্যাহার করতে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি ভেবেছিলাম অভিযোগের সত্যতা সন্ধানে গঠিত তদন্ত কমিটি আমার জন্য পুনরায় ভয়, উদ্বেগ বা ট্রমার কারণ হবে না।

এছাড়া, কমিটিতে তার কোনো আইনজীবীকে নিয়ে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে এই সংক্রান্ত কোনো অডিও ভা ভিডিও প্রমাণ নেই বলে জানিয়েছেন ওই নারী।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তার ওই নারী সহকর্মী। তিনি জানান, ২০১৮ সালের ১০ এবং ১১ অক্টোবর তাকে নিজের বাড়িতে ডেকে যৌন হেনস্থা করেছিলেন রঞ্জন গগৈ। এ বিষয়ে অনুসন্ধানে দুজন নারী বিচারককে নিয়ে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

তবে রঞ্জন গগৈর দাবি এ অভিযোগের পেছনে গভীর ষড়যন্ত্র আছে। তিনি বলেন, বিচারব্যবস্থার সুনাম নষ্ট করতে একটি গোষ্ঠী এই অপবাদ দিয়েছে।

সারাবাংলা/এনএইচ

প্রধান বিচারপতি ভারত রঞ্জন গগৈ সুপ্রিম কোর্ট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর