Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন অসীম কুমার উকিল


১ মে ২০১৯ ২৩:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশ বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজধানীর আজগর আলী হাসপাতালে গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও অসীম কুমার উকিল এম.পি।

বুধবার (১ মে) বিকেলে তিনি হাসপাতালে গিয়ে এ টি এম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

অসীম কুমার উকিল বলেন , এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের একজন কীর্তিমান অভিনেতা। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।

এ টি এম শামসুজ্জামানের উন্নত চিকিৎসা বিষয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন অসীম কুমার উকিল এম.পি।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, তুষার খান, এহসানুল হক মিনু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য জয়দেব নন্দীসহ অন্যরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্য নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান। রোগের চিকিৎসা হিসেবে ২৭ এপ্রিল তার ল্যাপারোটমি অপারেশন করা হয়। তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যা ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। অপারেশনের পর আইসিউ থেকে ২৮ এপ্রিল তাকে নেয়া হয় কেবিনে। ২৯ এপ্রিল শ্বাসকষ্ট শুরু হলে তাকে আবারও আইসিইউতে স্থানান্তর করা হয়। শ্বাসকষ্টের তীব্রতা বাড়লে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে।

সারাবাংলা/এসবি

অসীম কুমার উকিল আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আজগর আলী হাসপাতাল এটিএম শামসুজ্জামান এহসানুল হক মিনু জয়দেব নন্দী তুষার খান মামুনুর রশীদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর