ব্র্যাক শিক্ষার্থীর মৃত্যু: চালকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
২ মে ২০১৯ ০০:৫৪
ঢাকা: সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত উবারের মোটরসাইকেলের চালক সুমন হোসেন (২৭) আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বুধবার (১ মে) মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. নুরুল ইসলাম জানান, আসামি সুমন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করে তা রেকর্ড করার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে, গত ২৮ এপ্রিল বিকালে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ শুনানি শেষে সুমন হোসেনের দুই দিন দিনের রিমান্ডের আদেশ দেন। একই দিনে আরেক আসামির আনিসুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৬ এপ্রিল মোহাম্মদপুর থেকে উবার বাইকার সুমন এবং ২৭ এপ্রিল কাভার্ডভ্যানসহ চালক আব্দুর রহমানকে আশুলিয়া থেকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।
উল্লেখ্য, ফাহমিদা হক লাবণ্য গত ২৫ এপ্রিল সকালে শ্যামলী থেকে খিলগাঁও যাওয়ার জন্য উবারের একটি মোটরসাইকেল ভাড়া করেন। হৃদরোগ ইনস্টিটিউটের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান ওই বাইকটিকে পেছন থেকে ধাক্কা দিলে লাবণ্য পড়ে যান। তার ওপর দিয়েই ভ্যান চালিয়ে পালিয়ে যান চালক। আহত লাবণ্যকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এআই/টিএস