Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে আ.লীগ নেতাকে গুলি করে হত্যা, আটক ৩


২ মে ২০১৯ ১৩:০২ | আপডেট: ২ মে ২০১৯ ১৩:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা পিকুল বিশ্বাসকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ মে) দিবাগত রাত ১২টার দিকে সরিষা বাজরের পাশে এ ঘটনা ঘটে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিকুল বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহারের ছোট ভাই। তার বাবা খামারডাঙ্গা গ্রামের মৃত জলিল বিশ্বাস।

স্বজনরা জানান, পিকুল বুধবার রাত ১২টার দিকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। সরিষা বাজারের কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পিকুলকে উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর হাসপাতালে তাকে নিয়ে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি আহসান উল্লাহ জানান, পিকুল বিশ্বাসকে হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন— সরিষা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইকবাল শেখ (২৪), পান্নু মন্ডলের ছেলে মুন্নু মন্ডল (২০) ও সরিষা আধারকোটা গ্রামের রহমান আলীর ছেলে হাবীব (৩০)।

সারাবাংলা/টিআর

আ.লীগ নেতাকে হত্যা গুলি করে হত্যা রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর